গত 6 জানুয়ারি থেকে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস। শহরের বিস্তীর্ণ এলাকা বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দাবানলে প্রাণহানির সংখ্যা 12 জানুয়ারি পর্যন্ত 24 এ পৌঁছেছে।

 নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে লস এঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা আশঙ্কা করেছেন। তিনি জানান মৃতদেহের সন্ধানে তল্লাশি চলছে, দাবার ইটন ও প্যারিসেটসে এ পর্যন্ত 12000 এর মত স্থাপনা পুড়ে গেছে।পুড়েছে 40000 একর জায়গা। 


এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ 150 বিলিয়ন ডলার এখনো দাবানল কমার লক্ষণ দেখা যাচ্ছে না বরং বিপদজনক ঝোড়ো বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 


দাবানল আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন, তারা দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তপে পরিণত হয়েছে। 


পেলিসেটসে দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নিনির্বাপনের উদ্যোগ নেয়া হয়েছে এই দাবানল ব্রেন্ট উড এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে।


তবে আগামী কয়েকদিনে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 


14 জানুয়ারি দিনের শুরুতে বাতাসের গতি ঘন্টায় 110 কিলোমিটার এর বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিসেবা, এটা হলে পিডিএস বা সুনির্দিষ্ট বিপর্য পরিস্থিতি ঘোষণা করা হতে পারে বলেছেন আবহাওয়া পরিসেবা অফিসের আবহাওয়াবিদ রোজ স্কয়েনফিল্ড।


 অগ্নিনির্বাপন কর্মীরা সতর্ক করে বলছেন বাতাসের এমন ঝোড়োগতি দাবানলের শিক্ষা আরো বাড়িয়ে দিতে পারে।


 এর কারণে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।  লস এঞ্জেলাস কাউন্টি অগ্নিনির্বাপন বিভাগের প্রধান অ্যান্টনি মারনি বলেন, তার বিভাগ আগুন নেভানোর কাজে পানি পরিবহনের জন্য কয়েক ডজন নতুন ট্রাক আর অগ্নিনির্বাপন কর্মী পেয়েছে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। 


তারা এদিকে দাবানলের কারণে সংকটময় এই পরিস্থিতিতেও চলছে লুটপাট কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে একজন অগ্নিনির্বাপন কর্মীদের পোশাক পড়ে লুটপাটে অংশ নিয়েছিলেন।


 নিরাপত্তা জোরদারের স্বার্থে দাবানল পরিত্যক্ত এলাকাগুলোয় রাতে কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে, সেই সঙ্গে ন্যাশনাল গার্ড মোতায়নের অনুরোধ করা হয়েছে।



#wildfires#deathtoll#losangeles#california#losangelesfire#hollywoodhillsfire#californiawildfire#latestbanglanews